গুম হওয়া বিএনপি নেতার বাসায় অভিযান, এসআই প্রত্যাহার
প্রকাশিত : ১৮:২০, ৯ মে ২০২৫

এক দশকের বেশি সময় ধরে নিখোঁজ থাকা বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের বাসায় তল্লাশি চালানোর ঘটনায় সংশ্লিষ্ট উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে ঘটনাটি “অনিচ্ছাকৃত ভুল” বলে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৮ মে) রাতে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুলতুবি ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে তেজগাঁও থানা পুলিশের একটি দল শাহিনবাগ এলাকায় অভিযানে যায়। ওই দলে নেতৃত্ব দেন এসআই আকরাম হোসেন।
তারা তল্লাশির একপর্যায়ে নিখোঁজ বিএনপি নেতা সুমনের বাসায় উপস্থিত হন। বিজ্ঞপ্তিতে বলা হয়, “টিমের সদস্যরা সদ্য ডিএমপিতে যোগদান করেছেন, ফলে তাদের কেউ জানতেন না যে এটি গুম হওয়া একজন রাজনৈতিক নেতার বাসা।”
এ ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করে ডিএমপি জানায়, পূর্বধারণা ছাড়া এই ভুলের জন্য সংশ্লিষ্ট এসআইকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে এবং পরিবারটির প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন ঢাকা মহানগর বিএনপির তৎকালীন ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন। তার সঙ্গে নিখোঁজ হন আরও পাঁচজন। নিখোঁজের পরপরই পরিবার সম্ভাব্য সব জায়গায় খোঁজ করলেও এখন পর্যন্ত সুমনের কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় নতুন করে পুলিশি তৎপরতা এবং তার বাসায় হঠাৎ উপস্থিতি পরিবারকে আবারও আতঙ্ক ও উদ্বেগের মধ্যে ফেলেছে।
এসএস//
আরও পড়ুন